গভীর সমুদ্রের ৪ ও ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে ভারতীয় অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের দুই কোম্পানি ওএনজিসি ভিদেশ লিমিটেড (ওভিএল) ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের (ওআইএল) সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো সরকার।রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে সোমবার বিকেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে সিনিয়র সহকারী সচিব খাদিজা নাজনীন, পেট্রোবাংলার পক্ষে কোম্পানি সচিব ইমাম হোসেন ও বাপেক্সের পক্ষে কোম্পানি সচিব আব্দুস সবুর স্বাক্ষর করেন। অন্যদিকে ভারতীয় কোম্পানি ওভিএলের পক্ষে কোম্পানির এমডি ও সিই্ও এ জে দুর্গাল এবং ওআইএলের পক্ষে এন হাজারিকা চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তির আওতায় কোম্পানিগুলো ১৪ হাজার ২শ’ ৯৫ বর্গকিলোমিটার এলাকায় ২-বি সাইসমিক ছাড়বে ও দু’টি কূপ খনন করবে। এ সব ব্লকে গ্যাস বা তেল পাওয়া গেলে উত্তোলিত গ্যাস পেট্রোবাংলার কাছে বিক্রি করতে হবে। তবে পেট্রোবাংলা যদি কিনতে না চায় সেক্ষেত্রে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে তারা। তেল-গ্যাস অনুসন্ধানে ১০ শতাংশ শেয়ারে কাজ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বাপেক্স। চুক্তি অনুযায়ী দু’টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী নিতে হবে বাংলাদেশ থেকে।চুক্তি পূর্ববর্তী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মন্তব্য করেন, ভারতের সঙ্গে এর আগে আমরা কয়লা চুক্তি করেছি। এখন গ্যাস অনুসন্ধানে চুক্তি হচ্ছে। এটি দুই দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে।