বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

1023232_21223

মৌসুমী লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা এবং নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।আজ রবিবার আবহাওয়া অধিদফতরের বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এর আগে জুলাই ও জুন মাসে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল।বিশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।