সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪’তে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।সোমবার বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রপতি তার সম্মতি জানান। এ তথ্য নিশ্চিত করেছে সংসদ সচিবলায়।

এছাড়া রাষ্ট্রপতি ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) বিল-২০১৪, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০১৪, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বিল-২০১৪’তেও সম্মতি দিয়েছেন।এর ফলে বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়টি আর থাকছে না। এই বিলে রাষ্ট্রপতি সই করার কয়েক ঘণ্টা আগে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছিল বিএনপি। একজন আইনজীবীও একই আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে একটি চিঠি পাঠান।