নিজস্ব প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত হামলা, ভাঙচুর, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ ও দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও কালো পতাকা মিছিল করেছে মীরসরাই পূজা উদযাপন কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মীরসরাই জগদীশ্বরী কালী মন্দির থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদ্রাসা মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এর পূর্বে কালী বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সুভাষ সরকারের পরিচালনায় ও জগদীশ্বরী কালী বাড়ি মন্দিরের সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পূজা কমিটির সভাপতি উত্তম শর্মা, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এম কে ভূঁইয়া, সাংবাদিক নীরদ বরণ মণ্ডল, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, অনির্বাণ চৌধুরী রাজিব, এস এম সেলিম, বিনয় বণিক, পরিমল কর্মকার, বিনতোষ দাশ প্রমুখ। এছাড়াও মানববন্ধন ও মিছিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শান্তিপ্রিয় নরনারী অংশগ্রহণ করেন।