Sunday, January 19Welcome khabarica24 Online

ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচন ১৯ মে বৈধ প্রার্থী ২৩১

up-election_93048

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৩টি উপজেলার নির্বাচনে ২৩১ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাই শেষে রোববার এই ঘোষণা দেয়া হয়। আগামী ১৯ মে এই ১৩টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নির্বাচনও অনুষ্ঠিত হবে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইসি সবিচালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২৪৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।