ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ ১২০ উপজেলায় আজ সোমবার শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ। নতুন ভোটার হওয়ার পাশাপাশি ভোটার স্থানান্তর, মৃতদের নাম কর্তন ও সংশোধন করা যাবে এ সময়। মূলত এর মধ্য দিয়েই শেষ হবে হালনাগাদ কার্যক্রম।
২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে তারা ভোটার হতে পারবেন। এছাড়া যারা পূর্বে ভোটার হতে পারেনি তারা তথ্য দিয়ে ভোটার হবেন।
গতকাল রবিবার নির্বাচন কমিশনে তৃতীয় ও শেষ পর্বের হালনাগাদ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান, তথ্য সংগ্রকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। ভোটারদের কাছে অনুরোধ থাকবে তাদের সহযোগিতা করার। কেউ তথ্য দিতে ব্যর্থ হলে পরবর্তীতে নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে তথ্য দিয়ে নিবন্ধিত হওয়ার সুযোগ রয়েছে।
এ পর্যন্ত সারাদেশে দুই ধাপে চার শতাধিক উপজেলায় হালনাগাদের কাজ শেষ হয়েছে। গত ১৫ মে থেকে হালনাগাদ শুরু হয়ে নভেম্বরের মধ্যে সব উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।আগামী বছরের শুরুতে খসড়া তালিকা প্রকাশ করা হবে।