১৮ দলের সংঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, আমরা ১৮ দলের সঙ্গে আছি, থাকবো। বর্তমান সরকারের আয়ু শেষ হয়ে আসছে। শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি আজ বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন। কাজী জাফর বলেন, বিএনপি চেয়ারপারসনের সাথে সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। বর্তমান চলমান আন্দোলন সম্পর্কে কথা হয়েছে। তিনি বলেন, এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সারা দেশে সকল সাংগঠনিক ইউনিটকে নিদের্শ দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের আরও জানান, চলমান আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে নেত্রীর সাথে তাদের আলোচনা হয়েছে। এ সময় তিনি ১৮ দলের আান্দোলনের সাথে সম্পূর্ণ একাত্বতা প্রকাশ করেন। ইতোমধ্যেই তার দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে আন্দোলনে শরীক হতে নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান। চলমান আন্দোলনে নিহতদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান।
উৎস-কালেরকন্ঠ