রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শাহ আমানতে অর্ধকোটি টাকার স্বর্ণ উদ্ধার

image_100558.gold

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার (প্রায় ১ কেজি ১২০ গ্রাম) উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের যাত্রী মো. সোহেলের সাথে থাকা ব্যাগ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।স্বর্ণ উদ্ধারের কথা স্বীকার করে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, রাতে শারজাহ থেকে আসা যাত্রী বিমান থেকে নেমে যাওয়ার পর তার ব্যাগ স্ক্যানিং করে ভেতরে থাকা চার্জার ফ্যানের মধ্য থেকে বারগুলো উদ্ধার করা হয়। আনুমানিক ১ কেজি ১২০ গ্রাম ওজনের এসব স্বর্ণের মূল্য অর্ধকোটি টাকা বলে জানান তিনি।