Monday, February 10Welcome khabarica24 Online

শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ আটক ১

image_118147.gold-1

শাহজালালে বিমানবন্দরের থেকে দেড় কেজি স্বর্ণসহ জাকির হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। রবিবার দুপুর ২.৩০টার দিকে সৌদি আরব থেকে আসা একটি বিমানে ওই যাত্রী ঢাকায় আসেন।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরের কাস্টমস হলের কাছে টয়লেটের পাশ থেকে ১৩টি সোনার বার পাচারের সময় জাকির হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়। সোনার বারগুলো তাঁর প্যান্টের পকেটে রাখা ছিল। বারগুলোর আনুমানিক দাম ৭৫ লাখ টাকা।