Saturday, January 25Welcome khabarica24 Online

শাহজালালে স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

gold_70695
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকা মূল্যের সাড়ে ৪ কেজি স্বর্ণসহ বাংলাদেশ বিমানের একজন পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কাস্টমস কর্মকর্তারা স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী জয়নাল আবেদীনকে আটক করেন।জানা যায়, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে দায়িত্ব পালন শেষে বেরিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের আপ্রন এলাকায় জয়নাল আবেদীনের শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তার জুতোর তলায় লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৪ কেজি। এর মূল্য প্রায় ২ কোটি টাকা।