বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণের বার ও আই ফোন উদ্ধার

image_102354.gold-bars

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান্দর থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বার ও আই ফোন উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে বিমানবন্দরের এয়ারফ্রেড (গুদাম) এলাকা থেকে সোনার বার ও আইফোন উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দাবি, এর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। কাস্টমসের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ১১টি স্বর্ণের বার ও ১২৮টি আই ফোন উদ্ধার করা হয়েছে। আইফোনগুলো ডিএইচএলের প্যাকেটে এবং সোনার বারগুলো ভিডিও গেমসের প্যাকেটের মধ্যে ছিলশুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, ডিএইচএলের প্যাকেটে করে সোনার বার ও আইফোনগুলো ঢাকায় আনা হয়। গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা এগুলো বিমানবন্দরের এয়ারফ্রেইড এলাকা থেকে উদ্ধার করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।