রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শান্তি চুক্তিতে সই করেছে হামাস ও ফাতাহ আন্দোলন

image_76214.fatah-hamas

সমঝোতা অর্জিত হওয়ার পর সংবাদ সম্মেলনে হামাস ও ফাতাহ নেতারা সমঝোতা অর্জিত হওয়ার পর সংবাদ সম্মেলনে হামাস ও ফাতাহ নেতারা। শান্তি চুক্তিতে সই করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও পশ্চিম তীরে সরকার পরিচালনাকারী ফাতাহ আন্দোলন।গাজা উপত্যকায় দু’পক্ষের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, হামাস ও ফাতাহ আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ঐক্যমত্যের সরকার গঠন করবে।ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফাতাহ’র প্রধান ও স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কথিত শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর ফিলিস্তিনি দুই গ্রুপের মধ্যে এ ঐক্যমত্য অর্জিত হলো। সমঝোতার খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে।হামাস ও ফাতাহ কর্মকর্তারা গাজায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী পাঁচ সপ্তাহের মধ্যে তারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করবেন এবং ছয়মাসের মধ্যে ফিলিস্তিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফাতাহ আন্দোলনের একটি সফরকারি প্রতিনিধিদলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হামাস নেতা ও ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেন, আগামী পাঁচ সপ্তাহের মধ্যে মাহমুদ আব্বাসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে আমাদের মধ্যে সমঝোতা হয়েছে।খুব স্বাভাবিকভাবেই ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যকার এ সমঝোতা ভালোভাবে মেনে নিতে পারেনি তেলআবিব। এ কারণে এ সমঝোতার কথা ঘোষিত হওয়ার এক ঘন্টারও কম সময়ের মধ্যে গাজায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গাজার বেইত লাহিয়া শহরে চালানো ওই বিমান হামলায় ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।