করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে শনিবার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে ৩০ জুন তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। এছাড়া জুন মাসে জমা করা পে-অর্ডার, চেকসমূহ ৩০ জুনের মধ্যে নগদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।