রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শনিবার পদত্যাগ করবেন মনমোহন

india_99895

নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর শনিবারই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মনমোহন সিং। সেই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কংগ্রেসের মনমোহন সিংয়ের পক্ষ থেকে নতুন মন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানো হয়েছে।ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করার পর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গঠনের বিষয়টি প্রায় নিশ্চিত। যদিও আগামী ২ জুন পর্যন্ত বর্তমান কংগ্রেস সরকারের মেয়াদ রয়েছে। কিন্তু পরাজয় মেনে নিয়ে কংগ্রেস প্রধানমন্ত্রী মনমোহন সিং পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে শনিবার বিদায় নিচ্ছেন। বিজেপির নিরঙ্কুশ বিজয়ে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন। কংগ্রেস সরকারের দুদফায় ৮ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মনমোহন সিং।২১ মে শপথ নেবেন বিজেপি নেতা নতুন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।