Sunday, January 19Welcome khabarica24 Online

লড়াই করে হারল বাংলাদেশ

image-5_68523
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২ রানে হেরেছে বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করে এনামুল হক বিজয়।বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মারশাফি বিন মর্তুজা। সিদ্ধান্তটা সঠিক ছিল এটাই প্রমাণ করেছেন স্বাগতিক বোলাররা। ১৬৭ রানেই বেঁধে ফেলেছেন লঙ্কানদের ইনিংস। সফরকারীদের পক্ষে কৌশল পেরেরা সর্বোচ্চ ৬৪ রান করেছেন। এছাড়া কুলাসেকারা ৩১ চান্দিমল ১৮ রান করেছেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও আরাফাত সানি। পরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দুই ওপেনার তামিম ইকবাল ও শামসুর রহমান। শামসুর রহমান ২২ রানে আউট হওয়ার পর দলকে জয়ের দ্বারপ্রাপ্তে একাই টেনে দিয়ে যান এনামুল। শেষ ওভারের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের। ওই ওভারে তিন বাউন্ডারি মেরে জয়ের আশা জাগিয়ে তুলেন এনামুল। কিন্তু ব্যক্তিগত ৫৮ রানে ইনিংসের শেষ বলে আউট হন তিনি।