নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
২০১৮-২০১৯ সেবাই বর্ষের জন্য এই কমিটি গঠন করা হয়।
সম্প্রতি নগরীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়। লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের সভাপতি লিও মুহাম্মদ নাজুমল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক লিও ইউথ এক্সেঞ্জের চেয়ারম্যান লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের প্রতিষ্ঠাতা লায়ন ড. মুহাম্মদ কামাল উদ্দিন।
লিও রাশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টারের সাধারণ সম্পাদক লায়ন জয়নাল আবেদীন, লায়ন বেলাল আহম্মেদ জুয়েল, লিও জেলা জয়েন্ট ট্রেজারার লিও এম. আর. চৌধুরী মাহী, লিও ক্লাব অব চিটাগাং মডেল স্টারের সাবেক সভাপতি লিও রাজিব দাস।
অনুষ্ঠান শেষে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন লিও জেলা জয়েন্ট ট্রেজারার লিও এম. আর. চৌধুরী মাহী।
নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি লিও মুহাম্মদ নাজমুল হাসান, সহ সভাপতি লিও মোহাম্মদ আরিফুল ইসলাম, লিও মোহাম্মদ ওয়াসিম, লিও তাসনিম আলম মুন্না, সাধারণ সম্পাদক লিও রাশেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক (এ্যাডমিন) লিও মাহমুদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক (প্রজেক্ট), লিও মোস্তফা কামাল সুজন ট্রেজারার লিও জাবেদুল ইসলাম, জয়েন ট্রেজারার (এ্যাডমিন) লিও গোলাম কাউসার, জয়েন ট্রেজারার (প্রজেক্ট) লিও মঈনুল ইসলাম জুয়েল, টেমার লিও সাজিয়া কামাল, টেইল টুয়েস্টার লিও মোহাম্মদ ইউনূস, কালচারাল চেয়ারম্যান লিও জুলেখা রহমান শিশির, পাবলিকেশন চেয়ারম্যান লিও এহসানুল হক, প্রোগ্রাম চেয়ারম্যান লিও সিফাত লায়লা, প্রজেক্ট চেয়ারম্যান লিও ইমরান এমি, স্পোর্টস চেয়ারম্যান লিও নাজমুল হোসেন, সিস্টার কোর্ডিনেটর লিও মিনু মারমা, লিও জান্নাতুল মাওয়া শাখি, লিও ফেরদৌস আরা শিউলি, মেম্বার চেয়ারম্যান লিও ইফতেখার উদ্দিন, মেম্বার লিও এইচ এম তারেক, লিও কাউসার হোসেন, লিও আবদুল্রাহ ফাহিম, লিও মু. ফিরোজ মাহমুদ, লিও নুর নবী, লিও আবু সায়িদ তানভীর, লিও ইমাম হোসাইন রিফাত, লিও তানভীর আহম্মেদ, লিও আবদুল্লাহ আল হাসান।