‘লাখো কণ্ঠে সোনারবাংলা’ জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড করল বাংলাদেশ। একই সঙ্গে বিশ্ব ইতিহাসেরও অংশ হলো ত্রিশ লাখ প্রাণ ও দুই লাখ সম্ভ্রম হারানোর বিনিময়ে পাওয়া সোনার বাংলা- আমাদেরই বাংলাদেশ।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর তেজগাঁয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বুধবার বেলা ১১টা ১০মিনিটে দুই লাখ ৫৪ হাজার ৫৮১ জন মানুষের কন্ঠে একই সঙ্গে গাওয়া হলো প্রাণের জাতীয় সঙ্গীত ‘সোনারবাংলা”। এছাড়া প্যারেড গ্রাউন্ডের বাইরে প্রায় লক্ষাধীক মানুষসহ সারাদেশের কোটি কোটি মানুষের কন্ঠে সুরললিত হয়ে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।এর আগে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ সরকারের অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে সকাল সাড়ে ৬টার দিকে প্যারেড মাঠের ফটক খুলে দেয়ার আগেই নগরীর বিভিন্ন স্থান থেকে এসে বাইরে জড়ো হন নানা বয়সী নারী, পুরুষ, কিশোর, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পোশাক ও পরিবহনসহ বিভিন্ন খাতের কর্মীসহ সব শ্রেণীপেশার মানুষ।বিশ্ব রেকর্ডের জন্য লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয় গানটির প্রথম ১০ লাইন। সঙ্গীত পরিচালনা করেন বিশিষ্ট সুরকার স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম।লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার আগে অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তায় সংস্কৃতি মন্ত্রণালয় এই আয়োজনটি বাস্তবায়ন করেছে।