শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রোববার শেষ হজ্ব ফ্লাইট

images2_152981
আগামী রোববার ২৮ সেপ্টেম্বর থেকে হজ্ব ফ্লাইট শেষ হচ্ছে।পবিত্র মক্কা নগরীতে ১ অক্টোবর বুধবার থেকে হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সৌদি আরবে এবছর ৩ অক্টোবর শুক্রবার হজ্ব পালন করা হবে। শুক্রবার হওয়ার কারনে এবারের হজ্বকে আকবরী হজ্ব বলা হচ্ছে। বাংলাদেশ থেকে হজ্বযাত্রীরা সৌদি আরব পৌছতে শুরু করেছেন। তবে সৌদি এয়ারলাইন্স ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ্ব ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে। ধর্মমন্ত্রী মতিউর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খানন মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হজ্ব পালন করবেন। এবছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৭৬২ জন হাজী হজ্বব্রত পালন করবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ১ হাজার ৫৩৪ জন এবং বেসরকারিভাবে ৯৭ হাজার ২৬৫ জন হজ্বে যাবেন। ৪ অক্টোবর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। হজ্ব পালনের পর আগামী ৮ অক্টোবর থেকে হাজীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১৫ নভেম্বর।

পবিত্র হজ পালনে গিয়ে এ বছর মোট ২৪ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার পবিত্র মক্কা নগরীতে দুজন বাংলাদেশি মারা গেছেন।মৃত ব্যক্তিদের একজন রংপুর জেলার মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম (৬৫)। অপরজন চট্টগ্রাম জেলার বন্দর থানার মোসাম্মৎ শামছুন নাহার (৪৬)।এ নিয়ে হজের জন্য সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ২৪ জন মারা গেলেন।