Wednesday, February 12Welcome khabarica24 Online

রোববার ছাত্রসেনার আধাবেলা হরতাল

hartal-1_141339

রোববার সারদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভি উপস্থাপক নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে এ হরতালের ডাক দেয় সংগঠনটি। শনিবার বিকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন ফ্রন্টের সহযোগী ছাত্র সংগঠনটির সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী।বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন তিনি। হত্যাকাণ্ডের পর বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে শনিবারের মধ্যে খুনি গ্রেপ্তার না হলে রোববার হরতালের হুমকি দিয়েছিল ছাত্র সেনা।