শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

5_189233

 

অভিযোগ গুরুতর। মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শনিবার মামলা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিপক্ষে। মামলার বাদী নাজনীন আক্তার হ্যাপি। খবরের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান। বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে রুবেলের বিরুদ্ধে মামলা করেছেন নাজনীন আক্তার।বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পাওয়া এ পেসার সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী টেলিফোনে যুগান্তরকে বলেন, ‘এখনও আমাদের হাতে কোনো কাগজপত্র আসেনি। তাই আগে থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই।’ঘটনার সত্যতার প্রমাণ হলে বা কাগজ হাতে পেলে বিসিবি কোনো পদক্ষেপ নেবে নাকি পুলিশের ওপর ছেড়ে দেবে? এ প্রশ্নের উত্তরে নিজামউদ্দিন বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। তাই এখনই কিছু বলা ঠিক হবে না।’ এ ক’দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিট দুটি মামলা হয়েছে মিরপুর মডেল থানায়। কয়েকদিন আগে দ্রুত বিচার আইনে লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমানের নামে মামলা করেছেন বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) হোসেন ইমাম। কাল জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা হল। জাতীয় ক্রিকেট দলের কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে এ ধরনের মামলা এই প্রথম হল।এদিকে রুবেল বিষয়ে নাজনীন আক্তার জানিয়েছেন, ‘ফেসবুকের মাধ্যমে ওর (রুবেলের) সঙ্গে আমার প্রায় এক বছর আগে পরিচয় হয়। ৯ মাস ধরে তার সঙ্গে ঘনিষ্ঠতা। বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সঙ্গে রুবেল সম্পর্ক গড়ে তোলে।