শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাষ্ট্র নাগরিকদের মানবাধিকার রক্ষায় ব্যর্থ-ড: মিজান

d.mizan_95433_163194
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, সাধারণ নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অমানবিক ও নির্মম আচরণ করতে পারে না। রাষ্ট্র নাগরিকদের মানবাধিকার রক্ষায় চরমভাবে ব্যর্থ।বৃহস্পতিবার দুপুরে পঙ্গু হাসপাতাল গুলিবিদ্ধ সিএনজি অটোরিকশাচালক শাহ আলমকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা অস্ত্র বহন করেন, তাদের মানসিক সক্ষমতা পরীক্ষা করা দরকার। তারা দায়িত্ব পালনে সক্ষম কিনা তাও পরীক্ষা করে দেখা উচিত।
তিনি বলেন, একদিকে জাতিসংঘ থেকে মানবাধিকার রক্ষায় পুরষ্কার পাওয়া ও অন্যদিকে দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার ঘটনা সাংঘর্ষিক।তিনি বলেন, লিমনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় একটি বাহিনীর কয়েকজন সদস্য যে জড়িত ছিল তা প্রমাণিত হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিৎ।উল্লেখ্য, শেরেবাংলা নগরে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ সিএনজি অটোরিকশাচালক শাহ আলমকে গুলি করে অস্ত্র উদ্ধারের সাজানো ঘটনায় শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শককে গ্রেফতার করা হয়। দায়িত্বে গাফিলতির অভিযোগে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।