রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে হাসপাতাল পরিচালনা কমিটির এক জরুরি বৈঠকে ওই কমিটি গঠন করা হয়।
জানা গেছে, রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রামেক অধ্যক্ষ খন্দকার আবু রায়হান, দুজন অধ্যাপক, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধিও রয়েছেন। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. আ স ম বরকতুল্লাহ ছেন বলেন, এরই মধ্যেই কমিটির সদস্যদের চিঠি পাঠানো হয়েছে। সন্ধ্যায় এ নিয়ে কমিটির সদস্যদের জরুরী বৈঠকে মিলিত হওয়ারর কথা রয়েছে। যত শিগগিরই সম্ভব কমিটি তার কাজ শুরু করবে বলেও জানান তিনি।এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে সাংবাদিকদের বিক্ষোভ-সমাবেশ থেকে আগামীকাল মঙ্গলবার রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলায় সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। একই সঙ্গে অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার, ক্ষতিপূরণ এবং রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সায়েদুর রহমান ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জিয়াউর রহমানের অপসারণ দাবি করা হয়।উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হওয়ার জের ধরে সাংবাদিকদের বেধড়ক মারপিট করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়।