সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

rabi-university_64509
শেষ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। রোববার রাতে রাবি উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে বিজিবি ছাড়াও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, উপাচার্য প্রফেসর ড. মিজানুদ্দিনের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করার পর বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের ঘোষণা দিলেও সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘোষিত সমাবেশে শিক্ষার্থীরা জড়ো হলে এতে হামলা চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ এবং পুলিশের টিয়ারশেল ও গুলিতে সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।