Saturday, December 14Welcome khabarica24 Online

রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণের টাকা অপব্যবহার হয়েছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর_0_92045

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রানা প্লাজা দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের তহবিলে যে বিপুল পরিমাণ অর্থ এসেছে, তার অপব্যবহার হয়েছে।তিনি বলেন, রানা প্লাজার মতো ‘ট্র্যাজেডি’ যাতে আর না ঘটে, সে জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বৃহস্পতিবার রানা প্লাজায় ধসে নিহতদের স্মরণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সরকার রানা প্লাজার দুর্ঘটনাকে পুঁজি করে রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার হামলা-মামলা করছে বলে তিনি অভিযোগ করেন।দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদের প্রমুখ বক্তব্য রাখেন।