শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাজশাহীতে পুলিশ ফাঁড়ি ও দুইটি ভোটকেন্দ্র বোমা হামলা

40104215140

রাজশাহীতে বায়া পুলিশ ফাঁড়ি ও দুইটি ভোটকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- কনস্টেবল বেলাল হোসেন ও সাজিউল। এ ঘটনায় পুলিশ তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার পরে এসব ঘটনা ঘটে।এদিকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের পবা উপজেলার বায়াপাড়া মডেল স্কুল ও আলীগঞ্জ দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ৫টি বোমাসহ তিন যুবককে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আটককৃতরা হলো- উপজেলার বায়াপাড়া এলাকার এলহাজ (৩৩), জাহেদুর (২৯) ও জায়নুল (৩২)।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বায়া পুলিশ ফাঁড়িতে বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।এদিকে একই সময়ে ১০ থেকে ১২ জন ব্যক্তি বায়াপাড়া মডেল স্কুল ভোটকেন্দ্রের সামনে  এসে ৮ থেকে ১০টি পেট্রোল ও হাতবোমা নিক্ষেপ করে। এর ফলে তিনটি কক্ষে আগুন ধরে যায়।এ সময় এলাকাবাসীর সহায়তায় আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিন যুবককে আটক করে। তাদের কাছ থেকে আটক করা হয় ৫টি বোমা।খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।অপরদিকে রাত ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর ফলে কয়েকটি কক্ষের আসবাবপত্র ও নির্বাচনী সরঞ্জাম পুড়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে দুর্বৃত্তদের সরিয়ে দেন। পরে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।রাজশাহী দমকল বাহিনীর স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবীর জানান, বায়া পুলিশ ফাঁড়ি ও পবা উপজেলার দুটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা নাশকতামূলক কর্মকা- ঘটনানোর চেষ্টা করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উৎস- রাইজিংবিডি

Leave a Reply