রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও মানুষিকভাবে বিপর্যস্ত করতেই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এ ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও দাবি করেছেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মামলার চার্জ গঠনে দলের পক্ষে সরকারের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে তিনি বলেন, সরকারের মদদেই মামলার চার্জ গঠন করা হয়েছে।অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে রিজভী বলেন, অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে ও দেশব্যাপী নাশকতার পরিকল্পনা করতে এ চক্রান্ত করা হয়েছে। এ মামলা আইনের পাশাপাশি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।