Sunday, January 19Welcome khabarica24 Online

রাজধানীর মিজান টাওয়ারে ফের বিস্ফোরণ

mizan-tower_105213

রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানায় স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাত সাড়ে ৭টায় সেফটিক ট্যাংকে বিষ্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবারের ঘটনায় টাওয়ারের বিক্ষুব্ধ বাসিন্দারা বৃহস্পতিবার দুপুর থেকে টাওয়ারের ফ্ল্যাটের নিচে জড়ো হয়। এরপর তারা টাওয়ারের নিরাপত্তা ও বসবাসে ঝুঁকি বিষয়ে বিক্ষোভ করতে থাকেন। আর এর মধ্যেই বিকেল সোয়া ৫টার দিকে টাওয়ারের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় প্রচন্ড শব্দ হয়ে বহুতল এ ভবনটি কেঁপে ওঠে। এতে সবাই আতঙ্কিত হয়ে দিগি¦দিক ছুটাছুটি শুরু করে।
মিরপুর থানার ওসি মোহাম্মাদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবারের মতো প্রায় একই শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে ভবনে দ্বিতীয় তলায় অবস্থিত আবাসিক হোটেলের জানালার কাঁচ ভেঙে গেছে। টাওয়ারের নিচে অনেক গ্যাস জমে আছে বলে ধারণা করা হচ্ছে। গ্যাস বের করতে না পারলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।