রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলীতে ফরমালিনযুক্ত ১০০ টন আম, ১০০ ঝুড়ি লিচু, ২০ মণ জাম ও ৪ টন পাকা পেঁপে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার ভোরে ফরমালিন রোধে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে উত্তরবঙ্গ থেকে আসা এ সব ফল ভ্রাম্যমাণ আদালত ধ্বংস করেন। এ সময় ৩ জনকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।জানা যায়, সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে আসা ফল পরীক্ষা করে ফরমালিনের মাত্রা নির্ণয় করা হয়। এর মধ্যে আমে ৭ থেকে ১৪৩ পিপিএম, লিচুতে ১০-৬০ পিপিএম, জামে ২০-৩০ পিপিএম, পেঁপে ১৫-১৮ পিপিএম ফরমালিন পাওয়া যায়। সহনীয় মাত্রা দশমিক শূন্য ৫ পিপিএম।
গাবতলীতে আসা আমের ট্রাকগুলোর মধ্যে শতকরা ২৫ ভাগ ট্রাকে আমের ফরমালিন পাওয়া যায়নি। এসব আম কাঁচা ছিল। তবে শতভাগ লিচু ও জামে ফরমালিন পাওয়া গেছেভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী বলেন, সন্ধ্যা ছয়টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে আসা ফল পরীক্ষা করে ফরমালিনের মাত্রা নির্ণয় করা হয়। তিনি বলেন, আমার ধারণা, রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট বসানোর কারণে ব্যবসায়ীরা কৌশলে ফরমালিনমুক্ত কাঁচা আম রাজধানীতে নিয়ে পরে ফরমালিন দিতে পারেন।এদিকে তুরাগ থানার ধোর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত ৩০০ মণ আম ধ্বংস করা হয়।