শেষ পর্যন্ত এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করলো রাজধানী ঢাকা। সারাদেশের পাশাপাশি বৃহস্পতিবার ঢাকাতে ৪০ দশমিক ২ ডিগ্রিী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা গত ৫৪ বছরের ইতিহাসের রেকর্ড।তাপমাত্রা বেড়ে যাবার কারনে স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।জরুরী প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হচ্ছে না। শিক্ষামন্ত্রণালয় এ অবস্থায় গ্রীস্মকালীন ছুটি এক মাস এগিয়ে আনার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। প্রচন্ড গরম আর অত্যধিক তাপমাত্রার কারনে রাজধানী ঢাকাসহ সারা দেশের জনজীবনের পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। অসহনীয় রোদ মানুষের সাথে প্রাণীকুলের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। দীর্ঘ অনাবৃষ্টির কারনে তাপমাত্রার প্রভাব বেড়ে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই রেকর্ড ছিল এ বছরের সর্বোচ্চ। কিন্তু বৃহস্পতিবার সে রেকর্ড ছাড়িয়ে যায়। শুক্রবার তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আবহাওয়া বিদরা জানিয়েছেন।বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এই রেকর্ড ছাড়িয়ে বৃহস্পতিবার যশোরে ৪২ দশমিক ৪ ডিগ্রী এবং চুয়াডাঙ্গার জীবন নগর থানায় ৪২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।আগের দিন বুধবার চুয়াডাঙ্গায় চিট স্ট্রোকের কারনে একটি বিদ্যালয়ের ১১জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় ঐ স্কুলটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এরপর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়ার জন্য অভিভাবকরা চাপ দিচ্ছেন।আবহাওয়া অধিদপ্তর জানায়, অনাবৃষ্টির কারনে তাপমাত্রা বাড়ছে। বৃষ্টি হলেই তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে। শুক্রবার দেশের বেশকিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিক দিয়ে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।