ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদে রাজধানীতে অপরাধের কোনো ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। আর এর জন্য এলাকাভিত্তিক আলাদা নিরাপত্তা কৌশল বেছে নেয়া হবে।শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মনিরুল ইসলাম বলেন, ঈদের দুদিন আগে থেকে নগরীর নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। রাজধানী স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত তা কার্যকর থাকবে।নগরীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরা ঈদ উপলক্ষে পরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সিসিটিভি ক্যামেরা সংস্কার করতে বলা হবে। আর বিশেষ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বেসরকারি নিরাপত্তা কোম্পানির সঙ্গে পুলিশ সমন্বয় করা হবে।