দীর্ঘ তের বছর পর রায় ঘোষণার দিন ধার্য্য করা হলেও গতকাল রমনা বটমূলে বোমা হামরার মামলার রায় ঘোষণা করা হয়নি। রায় প্রস্তুত করা হয়নি মর্মে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আগামী ২৩শে জুন আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জনাকীর্ণ আদালতে উল্লেখ করেন। এর আগে গত ২৮শে মে রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে একই বিচারক গতকাল (সোমবার) রায় ঘোষণা করা হবে মন্তব্য করেছিলেন। উল্লেখ্য, ২০১১ সালের ১৪ই এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। এরপর হাসপাতালে মারা যান আরও একজন। আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন অনেকে। দীর্ঘদিন এ মামলাটির সঠিক কোন তদন্ত করা হয়নি। এ মামলায় সাতবার তদন্ত কর্মকর্তার পরিবর্তন করা হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় চার্জশিট দাখিলের পর ২০০৯ সালের ১৬ই এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। মামলার ১৪ আসামির মধ্যে মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুর রউফ, মাওলানা সাব্বির ওরফে আবদুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আকবর হোসাইন কারাগারে আছেন। আসামি মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই পলাতক আছেন।