সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য রোজাদারদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার মেয়রের আহবান

মেয়রের-আহবান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম রহমত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য রোজাদারদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ফরমালিন নামক বিষ প্রয়োগ থেকে বিরত থাকা, অধিক মুনাফার লোভ পরিত্যাগ করা, অশ্লীল প্রদর্শনী, বেহায়াপনা ও মাদক ব্যবহার পরিহার করার আহ্বান জানিয়েছেন। তিনি ব্যবসায়ী সহ সব ধরনের পণ্য বিক্রেতাদের আচার আচরনে, কথা-বার্তায়, চাল-চলনে নমনিয়তা প্রদর্শন এবং দ্রব্যমূল্যের উপর অধিক হারে মুনাফা না করে রোজাদারদের সেবার মানসিকতা নিয়ে পবিত্র পেশা ব্যবসা-বাণিজ্য পরিচালনার পরামর্শ দেন। মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সকল কাঁচা বাজার, মার্কেট সমূহ এস্টেট শাখার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারীতে রাখা, সিটি কর্পোরেশন পরিচালিত মসজিদ সমূহে খত্মে তারাবির নামাজ একই সময়ে আদায় করা, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অতিতের ন্যায় পথচারী রোজাদারদের ইফতারের সুবিধার্থে সুপেয় পানি, খোরমা খেজুর সরবরাহ করার নির্দেশ প্রদান করেন। ২৯ জুন ২০১৪খ্রি: রবিবার দুপুরে মেয়রের বাসভবনে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধানদের এক বৈঠকে এসব কথা ও নির্দেশনা প্রদান করেন মেয়র। বৈঠকে পবিত্র রমজানের রোজাদারদের সুবিধার্থে পরিচ্ছন্ন কার্যক্রমে কিছুটা পরিবর্তন করে বিকেলের শিফটকে ইফতারের পর থেকে নির্ধারণ করা হয়। নগরীর সড়ক সমূহ পূর্ণ আলোকিত রাখা, ক্ষতিগ্রস্ত রাস্তা ও সড়ক জরুরীভিত্তিতে মেরামত করারও নির্দেশনা দেয়া হয়।
বৈঠকে প্যানেল মেয়র লায়ন মোহাম্মদ হোসেন, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, মো. গিয়াস উদ্দিন, দিদারুর রহমান লাভু, মো. ইসমাইল বালী, জহর লাল হাজারী, আলহাজ্ব বাবুল হক, মো. ইয়াছিন চৌধুরী আছু, মোহাম্মদ সেকান্দর, হাজী নুরুল হক, আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. হাসান মুরাদ, সরফরাজ কাদের, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ, সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমেদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান ছিদ্দিকী সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।