Sunday, January 19Welcome khabarica24 Online

রবিবার বিক্ষোভ বিএনপির

image_87488.bnp

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রবিবার রাজধানীতে থানায় থানায় ও সারা দেশের জেলায় জেলায় এ কর্মসূচি পালন করা হবে। শনিবার সকালে এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম জানান, সরকার সমাবেশে বাধা দেওয়ার পর সন্ধ্যায় বিএনপি চেয়রাপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে রবিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এ কর্মসূচি ঘোষণা করা হবে।