শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রবিবার থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল

hortal_65445

 

টানা অবরোধের পাশাপাশি আগামী ১ মার্চ রবিবার সকাল ৬টা থেকে ফের ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একইসঙ্গে রবিবার সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয় রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল পালিত হবে।অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে, আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তার প্রতিবাদে এবং নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতারের অভিযোগ তুলে তাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।এর আগে, ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ পালনের পাশাপাশি গত চার সপ্তাহের সব কার্যদিবসেই হরতাল পালন করেছে বিএনপি-জামায়াত জোট। প্রথমে ৭২ ঘণ্টা হরতাল ডাকা হলেও পরে সময় বাড়িয়ে পুরো কার্যদিবসগুলোতেই এ কর্মসূচি পালন করেছে তারা। আগামী রবিবার থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়ে ফের আগামী সপ্তাহের সব কার্যদিবসে এ কর্মসূচি পালনেরই ইঙ্গিত দিল ২০ দলীয় জোট।