রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকোরতলী এলাকায় বরাতী ব্রিজের রেলিং ভেঙ্গে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বাবুল পরিবহনের একটি বাস যমুনেশ্বরী নদীতে পড়ে গেছে। এ ঘটনায় নারীসহ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরো ৩০ যাত্রী আহত হয়েছেন।
আজ রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় দিনাজপুর- ঠাকুরগাও-পঞ্চগর নীলফামারী জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো বাসটিতে থাকা বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।