Saturday, January 25Welcome khabarica24 Online

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পিএ বিমানবন্দরে আটক

অনলাইন ডেস্ক

K…

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আনিসুজ্জামান দোলনকে সপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের একটি বিশেষ টিম তাঁকে আটক করে।

সূত্রে জানা যায়, দোলন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে না জানিয়ে স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছিলেন। বিষয়টি

জানতে পেরে প্রতিমন্ত্রী নিজেই পুলিশ দিয়ে তাঁকে আটক করান। এরপর তাঁকে গোয়েন্দা হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গতকাল সকালে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে দোলন বিমানবন্দরে যান। এরপর প্রতিমন্ত্রীর নির্দেশে পরিবারসহ তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন।

Leave a Reply