প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বর্তমান সরকার তাদের অবস্থান যেভাবে সুদৃঢ় করেছে তাতে করে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে। যতই আন্দোলন করা হোক না কেন এ সরকারকে কেউ সরাতে পারবে না। দেশের মানুষ এখন আর আন্দোলনমুখী নয়। এরশাদ শনিবার বিকেলে তিন দিনের এক সফরে রংপুর এসে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন ‘পল্লী নিবাসে’ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এর আগে এরশাদ ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে তাঁর বাসভবনে এসে পৌঁছালে শত শত নেতা-কর্মী তাঁকে বিপুল সংবর্ধনা জানান। তিনি জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা জাপার সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্ট, মহানগর জাপার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরীসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এরশাদ ভারত একতরফাভাবে তিস্তা নদীর পানি প্রত্যাহার করে নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পানির অভাবে তিস্তা সেচ প্রকল্প বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। হাজার হাজার কৃষক তাদের বোরো চারা রোপণ করতে পারছেন না। ধানের চারা শুকিয়ে মরে যাওয়ায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। তিস্তা নদী শুকিয়ে গেছে। পানির প্রবাহ ৫০০ কিউসেকের নিচে নেমে এসেছে। এখন হেঁটে তিস্তা নদী পার হওয়া যায়। এরশাদ ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আর্কষণ করে বলেন, ‘তিস্তা নদীর পানি প্রবাহ বন্ধ করবেন না।’ তিস্তা নদীতে পানি সরবরাহ করার জন্য তিনি ভারতের প্রতি আহ্বান জানান।
উৎস- কালেরকন্ঠ