Thursday, January 16Welcome khabarica24 Online

ম্যান্ডেলার শেষকৃত্য সম্পন্ন অশ্রুসিক্ত বিদায়

mandala

 

মানবতার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে অশ্রুসিক্ত বিদায় জানালো বিশ্ব। শোকাহত হাজারো জনতার উপস্থিতিতে ম্যান্ডেলার গ্রাম কুনুতে সম্পন্ন হলো তার শেষকৃত্য অনুষ্ঠান। সামরিক শোভাযাত্রা ধীর গতিতে ম্যান্ডেলার মরদেহবাহী কফিনকে নিয়ে যায় শেষকৃত্য অনুষ্ঠানের জন্য তৈরী বিশাল তাবুর মধ্যে। কফিনের পেছনে ৯৫ টি প্রদীপ্ত মোমবাতি দিয়ে সম্মান জানানো হলো মহান এ ব্যক্তির ৯৫ বছরের জীবনের প্রতি। দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শুরু হয় শেষকৃত্য অনুষ্ঠান। বিশাল তাবুর মধ্যে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ৫০০০ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রথম সারিতে প্রেসিডেন্ট জ্যাকব জুমার দু’পাশে ছিলেন ম্যান্ডেলার বিধবা গ্রাসা ম্যাচেল এবং সাবেক পতœী উইনি ম্যান্ডেলা। এছাড়াও বিশ্বের বরেণ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বৃটেনের প্রিন্স চার্লস, অপরাহ উইনফ্রে, স্যার রিচার্ড ব্রানসন প্রমুখ।

Leave a Reply