প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে সরকার। দেশে গণতন্ত্র নেই। সাংবিধানিক ন্যূনতম অধিকার নেই। গণতন্ত্র মানে কী? সরকার তা জানার অধিকার থেকেও জনগণকে বঞ্চিত করেছে।’
আজ বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় যুব সংহতির প্রথম সাধারণ সভায় তিনি এ সব কথা বলেন।
এরশাদ বলেন, ‘এখন কঠিন প্রেক্ষাপট! কী পেক্ষাপট, গণতন্ত্র সংবিধানের কথা আমরা শুনি, কোথায় গণতন্ত্র? মানুষ শান্তিতে ঘুমুতে পারে না। নদীতে লাশ ভেসে ওঠে। গণতন্ত্র শুধু মুখে আছে বাস্তবে নেই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।