Sunday, January 19Welcome khabarica24 Online

মুন্সীগঞ্জের লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ৫৭ লাশ উদ্ধার

image_86166.munshiganj0

মুন্সীগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া এমভি মিরাজ-৪-এর আরেক হতভাগ্য পুরুষ যাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার দৌলতপুরে দুর্ঘটনাস্থলের আধা কিলোমিটার দূর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোট লাশের সংখ্যা দাঁড়াল ৫৭।
গজারিয়া থানার ওসি মো ফেরদৌস হোসেন জানান, স্থানীয় জনতা লাশটি মেঘনা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি। এ লাশটি উদ্ধারের পর এখন নিখোঁজের তালিকা কমে তি-এ দাঁড়াল ।