মীরসরাই প্রতিনিধি :
নির্বাচনকালীন সরকার ইস্যু নিয়ে বিএনপিসহ ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালের সমর্থনে মিছিল করেছে মীরসরাই উপজেলা বিএনপি। সোমবার সকালে উপজেলার বিএনপি কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যোগে মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উত্তরজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, বিএনপি নেতা নুরুল আফছার চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, আবুল কাশেম, ফারুক আহম্মদ, আনোয়ার হোসেন, আমজাদ হোসেন তুহিন, মাওলানা জমির উদ্দিন, আইনুল কবির, আবু জাফর মেম্বার, দিদারুল আলম, পৌর বিএনপি নেতা শেখ আহম্মদ, শেখ জসিম, ছুট্টু কমিশনার প্রমুখ নেতৃবৃন্দ। পরবর্তীতে পৌর বিএনপির উদ্যোগে আরো একটি মিছিল বের হয়। মিছিলটিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।