শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

misarai chatro dol picমীরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ধূমঘাট হাজ্বী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ বারইয়ারহাট ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।mirsarai abdulla pic,26.10
জানা যায়, আব্দুল্লাহ রোববার সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে সিএনজি যোগে বারইয়ারহাট যাচ্ছিল। ধূমঘাট উচ্চ বিদ্যালয় এলাকায় পিছন দিক থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সিএনজিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত আব্দুল্লাহ উপজেলার ২ নং হিংগুলী ইউনিয়নের গনকছড়া গ্রামের নুর মোহাম্মদের পুত্র।
মীরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহ’র লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত সিএনজি অটোরিক্সা থানায় নিয়ে আসা হয়েছে। তবে কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি।