রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সাড়ম্বর বিজয় দিবস উদযাপন

B

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আড়ম্বরপূর্ণ বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে রবিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে মীরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, পৌর আওয়ামী লীগ, পৌর বিএনপি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাক্ষিক খবরিকা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় মীরসরাই স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, পৌর মেয়র এম শাহজাহান, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এমকে ভূঁইয়া প্রমুখ। বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে টিডিসি মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply