Saturday, December 14Welcome khabarica24 Online

মীরসরাইয়ে সক্রিয় জামায়াত-শিবির

নিউজ ডেস্ক :

jamat১৮ দলের টানা ৬০ ঘন্টার হরতালের সমর্থনে বিএনপির সাথে যৌথভাবে মিছিলও সমাবেশে অংশ হিসেবে মীরসরাই সদরে জামায়াত-শিবির বিশাল শোডাউন করেছে। মীরসরাই সদরে পুলিশের উপস্থিতিতে কোনরকম বাধা বিপত্তি ছাড়া শোডাউন করতে সক্ষম হয়েছে তারা।
এর আগে মীরসরাই সদরসহ বিভিন্ন স্থানে হরতালে পিকেটিং, বিক্ষোভ মিছিলে পুলিশ ও ছাত্রলীগ বাধা হয়ে দাঁড়ালেও আজকের মিছিল ও সমাবেশে তারা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। মহাসড়কের মাদ্রাসা মার্কেটের সামনে থেকে মিছিলসহকারে বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেয় জামায়াত-শিবির নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রথমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের উপজেলা আমীর আলহাজ্ব নুরুল করিম, সেক্রেটারী নুরুল কবির, মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক সভাপতি হাফেজ আশরাফ উদ্দিন বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা শীর্ষনেতাদের মুক্তি দাবী করেন। তারা সাগর-রুনি হত্যাকান্ডে বর্তমান সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলেও উল্লেখ করেন। এছাড়া জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উপর নির্বিচারে হামলা, মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানান। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা কমপ্লেক্স।

উপজেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ আশরাফ উদ্দিন আজকের সমাবেশও মিছিলে জামায়াত-শিবিরের প্রায় ১২ শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন বলে জানান।

Leave a Reply