সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে শিবিরের ১৪ নেতা-কর্মী গ্রেফতার

arrest

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে মিছিল শেষ করে যাওয়ার পথে শিবিরের ১৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারী) দুপুর দুইটা থেকে আড়াইটা পর্যন্তমীরসরাই সদর থেকে তাদের গ্রেফতার করা হয়।
মীরসরাই থানার ডিউটি অফিসার (দায়িত্বরত) কর্মকর্তা যশমন্ত মজুমদার জানান, সদরের বিভিন্ন স্পট থেকে এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তবে তিনি গ্রেফতারকৃত কারো নাম বলতে অপারগতা প্রকাশ করেন।
জানা গেছে, রোববার চবিতে ছাত্রলীগের হাতে নিহত শিবির নেতা মামুন হায়দারের খুনিদের গ্রেপ্তারের প্রতিবাদে মীরসরাই সদরে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এদিকে শিবিরকর্মীদের গ্রেফতারে ছাত্রলীগের কর্মীরা পুলিশকে সহযোগিতা করেছে বলে জানিয়েছে কয়েকজন শিবির নেতাকর্মী।
উপজেলা শিবিরের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাসুম অভিযোগ করেন, আমরা শান্তিপূর্ণ মিছিল শেষ করে চলে যাচ্ছিলাম। এসময় ছাত্রলীগের কর্মীরা আমাদের ভাইদের উপর হামলা করে পুলিশের হাতে তুলে দেয়।

Leave a Reply