মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ের নিজামপুর রেল ষ্টেশন এলাকায় বিএনপি জামায়াত সমর্থীত তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের কর্মীরা রাতের আঁধারে নিজামপুর রেল ষ্টেশন এলাকায় অবস্থিত জামায়াত কর্মী আব্দুল হান্নানের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিএনপি সমর্থীত তিনটি প্রতিষ্ঠান ভাংচুর করে। এসময় তারা ব্যাপক লুটপাট করে সবকিছু নিয়ে যায়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক (একাংশ) আব্দুল আউয়াল তুহিন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত নয় বলে দাবী করেন।