মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে এক ধর্ষিতা আদিবাসী তরুণী পিতা নিজের মেয়ের ধর্ষণের অপমান ও কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকরী পিতার নাম অনিন্দ্য ত্রিপুরা। মীরসরাই থানার ওসি ইমতিয়াজ এম কে ভূঁইয়া জানান, আত্মহত্যাকারীর অনিন্দ্যর লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাত ১০ টায় মীরসরাইয়ের আদিবাসী অধুষ্যিত ত্রিপুরা এলাকায় এই ঘটনা ঘটে। অনিন্দ্য ত্রিপুরা লাশ এর পূর্বে গত মঙ্গলবার উপজেলার তালবাড়িয়া গ্রামের চার লম্পট আলাউদ্দিন (২২), জয়নাল আবেদীন (১৯), সোহাগ (১৮) ও আব্দুর রহিম (২৩) অনিন্দ্য ত্রিপুরা যুবতী কন্যা মালা ত্রিপুরাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে গণধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় মিরসরাই থানা পুলিশ ধর্ষক আলা উদ্দিন ও জয়নালকে গ্রেফতার করে।