রাজীব মজুমদার, মীরসরাই :
মীরসরাইয়ে ৬ নং ইছাখালী ইউনিয়নের জলদাশ পাড়ায় টেলিভিশন দেখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জলদাশ পাড়ার শ্রীমান্ত জলদাশের ঘরে একই বাড়ীর নিতাই চন্দ্রের দুই পুত্রের টেলিভিশন দেখাকে কেন্দ্র করে শ্রীমান্ত এবং নিতাই চন্দ্রের সাথে বাক্বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এর সূত্র ধরে শুক্রবার দুপুরে নিতাই চন্দ্রের ছেলের সাথে এ বিষয় নিয়ে আবারো কথা কাটাকাটির এক পর্যায়ে একই বাড়ির আকাশীর ছেলেকে ঘুষি মারলে এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ অন্যপক্ষকে আক্রমণ করতে গেলে সংঘর্ষ বাধে। এতে করে সজ্ীব দাশ (২৬), টিপুদাশ (২২), তপন দাশ (৪৫), কাজল দাশ (৪০্ দেবন্দ্র দাশ (৩৫) রঞ্জিত দাশ (২০), অনন্ত দাশ (৪৫), শান্তিবালা (৩০), ও স্বপ্নারাণী দাশ (২৫) সহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।