মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মীরসরাই থানার লেখক নিহত হয়েছে। নিহতের নাম তাপস পাল (৪৮)। গত বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোরারগঞ্জ ও মীরসরাই থানার রাইটার (লেখক) তাপস পাল বারইয়ারহাট এলাকায় রেল লাইনে চট্টগ্রাম-ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় গুরতর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাপস পালের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর গ্রামে।