মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় পুলিশের এস আই নিহত

accident-logo3

 

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশের এস আই আবুল হাশেম (৫২) নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা এলাকায় সৃষ্ট দুর্ঘটনায় মারা যান তিনি।
মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, হরতাল চলাকালীন সময় মঙ্গলবার রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনরত অবস্থায় আটকাপড়া ট্রাকগুলোকে বিশেষ নিরাপত্তায় চলাচলের সুবিধা সৃষ্টি করে দেয়ার সময় দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক (নং-ট – ১১- ২৮৮) আবুল হাশেমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উপজেলা মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
ওসি ইফতেখার আরো জানান, এস আই আবুল হাসেম দিনে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ডিউটি শেষে সন্ধ্যায় তাঁর কর্মস্থল জোরারগঞ্জ থানায় পৌঁছেন। নিহত এসআই আবুল হাসেমের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার জিনতপুর ইউনিয়নের মেরকোটা গ্রামে। তাঁর ভিপি নং-৬৪৮৪০৬০১৪৯। তিনি এক মাস পূর্বে কুমিল্লা সদর (দক্ষিণ) থানা থেকে বদলী হয়ে জোরারগঞ্জ থানায় যোগদান করেছিলেন বলেও ওসি জানান।

Leave a Reply